Home গল্প মুরগী আর শিয়ালের গল্প

মুরগী আর শিয়ালের গল্প

এক বনে  এক মুরগী থাকত। তার পাশেই থাকত বিড়াল বাহিনী। মুরগী সব সময় বিড়ালের ভয়ে থাকত । যদি না বিড়াল মুরগীর বাচ্চা  খেয়ে ফেলে  তাই। মুরগী সারাদিন কাজ কর্ম করে বাচ্চাদের জন্য  খাবার নিয়ে আসে। বাচ্চাদের নিয়ে খেলা করে। আনন্দে কেটে যায় মুরগীর।

কিন্তু আজ বাড়িতে ফিরে এসে দেখে তার একটি বাচ্চা নেই। মুরগী দিশেহারা হয়ে গেলো। এদিক খোঁজে ওইদিক খোঁজে কোন দিকেই তার বাচ্চাকে পাওয়া গেলনা।খুব চিন্তিত সে। বিড়াল বাহিনীর ঘরেও অনেক  উঁকিঝুঁকি দিল। কিন্তু কোন খোঁজ পেল না। না পেয়ে মুরগী কাঁদতে শুরু করল।

পাশে দিয়ে যাচ্ছিলো এক শিয়াল। শিয়াল মুরগীর কান্না দেখে থামল, সে বলল কি হয়েছে তোমার  কাঁদছ কেন? মুরগী বলল, আমার একটি বাচ্চা হারিয়ে গেছে সেই দুঃখে কাদছি ভাই।

তাহলে ত বিড়াল ছাড়া এই কাজ কেউ করেনি।

হ্যাঁ নিশ্চিত সেই করেছে। 

দাড়াও আমি তা বের করছি।

তুমি আমার উপকার করবে?

হ্যাঁ কেন নয় ।অবশ্যই করব। ভাই ডাকলে যে।  

এদিকে  শিয়াল বাবাজি  নিজের  জন্য খাবার খুজচ্ছে। সে মুরগীর সাথে চালাকি করল।আর সেই চালাকি মুরগী ধরতে পারল। মুরগী তাকে বিশ্বাস করতে পারল না। তা সে বুঝতে দিলনা। আগে বাচ্চার খোঁজ পাওয়া চাই। তাই সে তার কাজ তাকে করতে দিল।  শিয়াল  খুঁজতে খুঁজতে  দেখতে পেল  বিড়ালদের আস্তানায় মুরগীর বাচ্চার শব্দ। কক কক কক করে  বাচ্চা কাঁদছে।

শিয়াল বিড়ালের আস্তানায় হাজির হতে দেখে  বিড়ালের সর্দার বলল, কি হে বাচাধন আজকাল এখানে কি চাই।

শিয়াল আমতা আমতা করে বলল, না ইয়ে মানে  তোমাদের এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই দেখতে এলাম কি করছ তোমরা। এদিকে বাচ্চার কান্নার শব্দ  বাড়তেই আছে তখন শিয়াল বলল, বাচ্চাটা এত শব্দ করছে কেন দাও আমি একটু গলা চেপে দেয়।

তা ঠিক বলেছ সে কখন থেকে কান্না করেই যাচ্ছে বাপু যদি আবার মুরগী বাহিনী শুনতে পায়  ছুটে আসবে। তাইলে এত চিন্তা না করে আমাকে দিন আমি সব ঠিক করে আবার নিয়ে আসব।

বেশ তাই কর যাও নিয়ে যাও ক্যাচালটাকে। শিয়াল বুদ্ধি খাঁটিয়ে বাচ্চাটাকে বের করে নিয়ে আসল বিড়ালের কাছ থেকে।

পেছন পেছন মুরগী তার তামাশা দেখছিল।  শিয়াল এবার দে ছুট। 

মুরগীও তার পেছন পেছন ছুটছে।

হাঁপাতে হাঁপাতে এক গাছের তলায় থামল শিয়াল।  দৌড়াতে গিয়ে  হয়রান হয়ে পরল সে। বড্ড পিপাসা লেগে গেলো  তার। সে মুরগীর বাচ্চাকে সেই গাছ তলায় বেঁধে পানি খেতে নদীতে চলে গেলো। সেই সুযোগে মা মুরগী তার  বাচ্চাকে বাচিয়ে দিলো দৌড় তার  বাড়িতে । বাড়িতে গিয়ে অন্য বাচ্চারা তাকে দেখে জড়িয়ে ধরল। এভাবে মুরগী তার বাচ্চাকে শত্রু থেকে বচিয়ে আনল।

পাদটীকাঃ- বুদ্ধি থাকলে  শত্রু থেকে বাঁচা যায়।

Related Posts

Leave a Comment

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00